ডাকাতিয়া নদী: এই নদী এক সময় এই অঞ্চলের প্রধান নদী অববাহিকা ছিল। এই নদী পথে বালুর নৌকা, টলার, পন্যবাহি জাহাজ, মাছ ধরার নৌকা এবং যাত্রীবাহী লঞ্চ যাতায়ত করতো। কিন্তু কালের বিবতনে এই নদী আছ প্রায় ধ্বংশ হয়ে গেছে। এই নদী পথে এখন আর কোন ধরণের নৌযান চলাচল করে না। তাই আমাদের উচিত এই নদী সংরক্ষণের জন্য সকলকে এগিয়ে আসা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস