৫নং চরপাতা ইউনিয়ন রায়পুর পৌরসভা হতে মাত্র ১.৫কিঃ মিঃ উত্তর অবস্থিত। এই ইউনিয়নে মাএ দুই টি গ্রাম অবস্থিত, যথা: ১। চরপাতা, ২। গাজী নগর।
মৌজা ও দুইটি, যথা: ১। চরপাতা, ২। গাজী নগর।
এই ইউনিয়নে তিনটি বাজার অবস্থিত, যথা: ১। বোয়াডার বাজার, ২। গাজী নগর বাজার, এবং ৩। আমিন বাজার।
চরপাতা ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৫টি।
এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি, মাদ্রাসা ১টি, কিন্ডার গার্ডেন ৩টি এবং ২টি এতিমখানা রয়েছে।
চরপাতা ইউনিয়ন পরিষদ অফিসটি অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানে রায়পুর-চাঁদপুর সড়কের গাছির হাট নামক স্থানে অবস্থিত।
অত্র ইউনিয়নে বেশীর ভাগ সড়ক পাকা তবে সামান্য কিছু সড়ক কাচা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস