৫নং চরপাতা ইউনিয়ন পরিষদের আওতায় তিনটি স্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। স্বাস্থ্য কেন্দ্র গুলিতে প্রতিদিন বিভিন্ন ধরণের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ে থাকে। এই কেন্দ্র গুলিতে নিয়মিত রুগী দেখা ও বিভিন্ন ধরনের ঔষুধ বিনামূল্যে বিতরন করা হয়ে থাকে। এই স্বাস্থ্য কেন্দ্রর সেবা সমূহ নিন্ম রুপঃ
১। সদ্য বিবাহিতা ও গর্ভবতী মহিলাদের নিবন্ধী করণ।
২। নবজাতকদের সাধারণ সেবা প্রদান।
৩। সদ্য প্রসব কারীকে ও শিশুদের ভিটামিন বিতরন।
৪। মহিলা ও কিশোর কিশোরীদের রক্ত স্বল্পতার চিকিৎসা প্রদান।
৫। সময়মত শিশুদের ৮টি রোগের টিকা এবং ১৪-৪৯ বছর বয়সী মহিলাদের ধনুষ্টংকারের প্রতিষেদক টিকা প্রদান।
৬। জন্ম ও মৃত্যু নিবন্ধী করণ।
এছাড়াও আরো বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হয়ে থাকে।