Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

গ্রাম পুলিশের ক্ষমতা ও কর্তব্য

 

১। গ্রাম পুলিশগণ দিনে ও রাতে ইউনিয়ন এলাকা পাহারা দিবেন।

২। অপরাধ দমন ও উদঘটনে এবং অপরাধী ধরার সাথে সংশ্লিষ্ট সকল কাজে তাহারা সাদ্যমত পুলিশকে সহায়তা করবে।

৩। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সরকারী দায়িত্ব পালনে তাহারা সহায়তা করনে।

৪। অন্য কোন নির্দেশনা না থাকলে প্রতি ০৭ দিন অন্তর অন্তর তারকাজের অবস্থা সম্পের্কে সংশ্লিষ্ট থানার       অফিসার- ইন-চার্জকে অবহিতকরবেন।

৫। ইউনিয়নে লুকিয়ে থাকা কোন ব্যক্তি, যার জীবন ধারণের জন্য আয়েরনির্দিষ্ট কোন উৎস নেই এবং যে তার নিজের সম্পকে সন্তোসষজনক কোন বিবরণ দিতেপারে না, এমন লোক সম্পর্কে সংগৃহীত তথ্য উনার থানার অফিসার ইন চার্জেকেঅবহিত করবেন।

৬। ইউনিয়নের সকল বিরোধ যা দাংগা- হাংগামা বা মারাত্মক কহলের সৃষ্টি করতেপারে এবং জনগনের শান্তি নষ্ট করতে পারে এমন সব তথ্য উনারা থানার অফিসার ইনচার্জকে অবহিল করবেন।

৭। তাহারা একটা জন্ম ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষণ করবেন এবং তার এলাকার সব জন্ম ও মৃত্যু ইউনিয়নকে অবহিত করবেন।

৮। সরকারী কাজের উদ্দেশ্যে তারা যে কোন স্থানীয় তথ্য সরবরাহ করবেন।

৯। খাজনা, ভূমি উন্নয়ন কর, স্থানীয় কর, ফি বা অন্য কোন পাওনা সংগ্রহ ও উদ্ধারে তারা গ্রামের রাজস্ব অফিসারকে সাহয্য করবেন।

১০। গ্রাম পুলিশগণ ইউনিয়নের যে কোন বাসিন্দার উপর পরোয়ানা জারি করতে পারবেন।